Friday, May 19, 2017

The day is done


When the day is done
Down to earth then sinks the sun
Along with everything that was lost and won
When the day is done...
~~~Nick Drake (Day is done)

মানুষের ডিপ্রেশনে, অকারণ উদাস খাওয়ায়, মন খারাপে শীত ঋতুর যে কি বিশাল ভূমিকা আছে, চায়না না আসলে হয়তো অনুভব করতাম না কখনোই। ২০১৪ তে এসে প্রথমবারের মত সেই তীব্র শীতে আমি কঠিন ফ্লু জ্বর-সর্দি কাশি আর যেদিকে তাকাই মেদামাড়া বরফ দেখে অতিষ্ঠ। সাথে দিনের পর দিন দেখা নাই সূর্যের। আমি বাংলাদেশের আলো-বাতাসে মানুষ- সাধে কবি বলেন নাই, "আলো আমার আলো, আলোয় ভূবন ভরা"। আমি ভেবে পাইনা সূর্যের আলো ছাড়া কেমন করে মানুষ বাঁচে! জানুয়ারি, ফেবরুয়ারি, মার্চ -এই তিন মাসে আমি অতিষ্ঠ হয়ে গেলাম। এরপরের বছরগুলাতে যদিও বরফ পড়া খুব আনন্দ নিয়ে দেখেছি, কিন্তু দিনের পর দিন ওই ক্যাতক্যাতে বরফ ভেঙ্গে চলাটা আমার খুবই অসহ্য।
যাই হোক কেন আমি বার বার উদাস খাচ্ছি- তা নিয়ে একটা রিসার্চ করেছিলাম । রিসার্চের সারমর্ম : উদাস আমি একা খাইনা, উত্তরের টেম্পারেট কান্ট্রিগুলোতে লম্বা শীতকালে অনেকেই উদাস খায়। ডিপ্রেশনের মাত্রা বেশি হলে সুইসাইডের মত টেন্ডেনসিও বেড়ে যায়। মানুষের মন স্ফূর্তিতে থাকার জন্য সূর্যের আলো গায়ে মাখানোটা যে খুবই জরুরি তা হাড়ে হাড়ে টের পেলাম। অনেকে আর্টিফিসিয়াল লাইটিং ব্যবহার করে, আলো গায়ে মাখায় যাতে ভিটামিন ডি উৎপন্ন হয়, ভিটামিন ডি এর সাপ্লেমেন্ট ও খেতে বলে। আমি বরাবরই আন্ডা-প্রেমিক, আন্ডা খাওয়া বাড়ায় দিলাম সাথে দুধ। সুস্থ থাকা নিয়ে কথা। ২০১৫ আর ২০১৬ তে একমাস করে দেশে চলে গিয়েছিলাম ছুটি নিয়ে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। যার জন্য অত গায়ে মাখাইনি। কিন্তু দেশ থেকে ফিরে এলেই একটা "বাড়ির জন্য মন কেমন করে" অনুভুতিটা পেয়ে বসত অন্তত ১ সপ্তাহ।
এপ্রিলে বসন্ত এল "আলোয় ভূবন ভরে", সাথে পিংকি চেরি ফুলের সুবাস আর চড়ুইয়ের আনাগোনা নিয়ে। নীল অকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলার মত। গরম কাল আসার সাথে সাথে আমি আবিষ্কার করলাম, আমার ৯ তলার জানালা দিয়ে শীতকালের যে ম্যাদামাড়া আকাশটা দেখা যেত, গরমকালে সূর্যাস্তেই সে রঙবেরঙের খেলা দেখাচ্ছে। অফিসে যতই খারাপ দিন যাক, এক্সপেরিমেন্ট যতই ফেইল করুক, কাকু (প্রফেসর) যতই মেন্টাল পেড়া দিক- শুধুমাত্র ওই সূর্যাস্তটার দিকে তাকিয়ে ভরসা পাওয়া। নিজেই নিজেকে বলতাম, "The day will be done, dear Watson!" শার্লক হোমস কখনো ওয়াটসনকে একথা বলে নাই তো কি হয়েছে, আমি না হয় বল্লাম!
আজ সকাল থেকেই মেঘলা আকাশ- ঝিমাইন্না দিন সাথে টেম্পারেচার ড্রপ করে হাল্কা ঠান্ডা পড়েছে। ফেসবুকে ঢুকে দেখি কমবেশি সবাই বাংলাদেশের আকাশ কালো করে আসা মেঘ, ঝমঝমিয়ে পড়া বৃষ্টির ভিডিও দিয়েছে। ফেসবুকে ট্রল হওয়া সেই আইনস্টাইন রবি ঠাকুর এর ছবির মত, ফেসবুকও প্রেম আর বৃষ্টির বন্যায় ভেসে যাচ্ছে।দেখেই মনটা খারাপ হয়ে গেল। কোথায় ঝমঝমিয়ে বৃষ্টি আর কোথায় ঝিমাইন্না ঠান্ডা বৃষ্টি। বাংলাদেশের মত রিমঝিম বৃষ্টি কোথাও নাই। 
What a depressing day! দুপুরে লান্চ করতে করতে বলছিলাম ড: রেহমানকে। হেসে বল্ল, "Be happy, this rain will cool Urumqi for the next one week. You don't like rain! huh?"
"I love rain very much, but not like here. Our rains are different. You can hear music in the rains of Bangladesh!"
"You are missing home, right?"আমি হেসে ফেল্লাম। 
দিন যাই হোক, রুমে ফিরে এসে ডিনারের জন্য খাবার গরম করতে দিয়ে জানালা দিয়ে তাকিয়ে ছিলাম। সাধারণ আকাশটাই সূর্যাস্তে হয়ে গেল অসাধারণ। 
Yeah the day is done!

...Hope so much your race will be all run
Then you find you jumped the gun
Have to go back where you begun...




No comments: