Tuesday, March 7, 2017

Viva La Vida (live life)



ছাদটা অন্ধকার হয়েছিল, ছাদে আসলে কখনোই বাতি লাগানো হয়নি। অবশ্য ইলেকট্রিসিটিও নেই। পুর্নিমার পরের মরা চাঁদের আলো, উঠেছেই রাত দশটায়। আব্বুর ড্রামের আমগাছ এতো বড় হয়ে গেছে! চাঁদের আলোতে বেশ ভুতুড়ে লাগছে। তার চেয়ে তাজ্জব হল এত্তো বড় মোটা গাছ কেমন করে টবের মদ্ধে আছে। আর এইসা মোটা ডালাপালা নিয়ে। একটু হাওয়া-বাতাস লাগলেই তো উলটে পড়ার কথা শেকড়সুদ্ধ!
আমি আর আরীব ইজি চেয়ারে হেলান দিয়ে গুট গুট গল্প করছিলাম তার নীচে, আর আকাশের তারা দেখছিলাম, ওটা হচ্ছে কালপুরুষ, ওটা হচ্ছে সপ্তর্ষিমন্ডল-
"তুমি কিন্তু এবার আর যাবে না।" "আচ্ছা আর যাব না।""যাবা না কিন্তু!""আরে না, আরও যাবো? মাথা খারাপ!"
হঠাৎ আরীব গলা জড়িয়ে ধরে কানে কানে বলল, "একটা কথা, আমি না নানা ভাইয়ের ফজলি আমের গাছ থেকে একটা আম পেড়ে খেয়ে ফেলেছি। একটাই ছিল।" "এ??" "হ্যা তো! একটাই ছিল। তুমি কিন্তু নানাভাই কে বোল না!"  "না না বোলব না!"
বলতেই পরিষ্কার ইংরেজিতে বলে উঠল আরীব, We are all travelers of time. Everyday we are traveling to future- from today to tomorrow."
আমি চোখছানাবড়া করে শুনছি!
আমাকে আরও অবাক করে দিয়ে ক্রিস মার্টিনের গলা শোনা গেল!

"I used to rule the world
Seas would rise when I gave the word
Now in the morning I sleep alone
Sweep the streets I used to own
I used to roll the dice
Feel the fear in my enemy's eyes
Listened as the crowd would sing
Now the old king is dead long live the king
One minute I held the key
Next the walls were closed on me
And I discovered that my castles stand
Upon pillars of salt and pillars of sand"

হায়রে এলার্ম !



No comments: