Friday, June 9, 2017

কিন্ডারগার্টেন বনাম পিএইচডি




কিন্ডারগার্টেনে পড়ে পুত্র তার বাংলা পরীক্ষার গল্প করে- কে নাকি "আনন্দ" বানান লিখেছে "অনন্দ", আরেকজন নাকি সাগর বানান লিখেছে "সগর"। আবার নিজেই বলছে, আ-কার দেয়নি!
আমি জিগেস করলাম, "তুমি কি করেছ?"
-আ-কার দিয়েছি! "জানো, আমি ২০ এ ১৯ পেয়েছি।"
-মারহাবা! সোওওও প্রাউড অব ইউ!
আজ ৩ ক্রেডিটের এসাইনমেন্টে পিএইচডির প্রফেসর কমেন্ট করেছে, ভেরি ওয়েল রিটেন। তারপর মার্কস দিয়েছে ৯৭। 
পুত্রকে বল্লাম, "জানো, আমাকেও প্রফেসর ১০০ তে ৯৭ দিয়েছে।"
পুত্র উল্টা আমাকে বলে,, "জানো আমি ইংরেজিতে ১০০ তে ১০১ পেয়েছি।"
আমি লাজওয়াব!! কিন্ডারগার্টেন ১: পিএইচডি ০। 






No comments: