Friday, June 9, 2017

চন্দ্রবিন্দুর ছাদে








কতদিন দেখি না

ছাদের উপর থেকে-

সূর্যাস্তে ডিম-কুসুম সূর্যটাকে!

তুরাগ নদীর কালো জলে লাল প্রতিফলন|

সন্ধ্যার সিদূরে রঙা আকাশ,

লাল-নীল-হাওয়াই মিঠাই রঙের ঘুড়ি

আর দুষ্টু ছেলেদের কলবল|

এপাড়-ওপাড় নৌকার আনাগোনা, 

রিকশার গ্যারেজের টুংটাং ঘন্টা| 

ঢাকাইয়া ভাষায় সম্বোধন,

“ও মিয়া! বড় বাজার যাইবা?”

স্কাইপ কলে ভেসে আসে

পাশের বাড়ির নেড়ি কুকুরের ঘেউ ঘেউ

আমার মুচড়ে ওঠা দীর্ঘশ্বাস !

ইউটিউবে পবনদাস বাউল গায়-

"চঞ্চল মন আমার শুনে না কথা...

ঘুরিয়া বেড়ায় ঐ আকাশেরই গায়..."



No comments: